ঢাকা: নির্বাচনী ঢেউ একটা উঠেছে দেশে। যদিও আদৌ নির্বাচন হবে কিনা সে নিয়ে বহু সন্দেহ। আর এখন কর্মসূচি করে একটু ফ্রন্ট লাইনে থাকতে চাইছে দলগুলো।
বিএনপিও এতে গা ভাসিয়েছে। যদিও এরা ফ্রন্টলাইনে চাঁদাবাজি, মবের জন্যেই।
এবার গণঅভ্যুত্থান তথা ২৪ এর জুলাই ষড়যন্ত্র স্মরণে দুদিনের কর্মসূচি ঘোষণা বিএনপি।
জনগণের ভোগান্তি করে এক একটি দলের কর্মসূচি হচ্ছে এক একদিন।
৬ আগস্ট অফিস কাছাড়ি খোলা। মানুষ যখন কাজে, অফিস করতে যাবে তখন এই কর্মসূচির জন্য জ্যামে পচবে।
একবছর হলো বাংলাদেশে জঙ্গী উত্থান ও ম্যাটিকুলাস ডিজাইনের। এই বর্ষপূর্তি পালন উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (০৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) দেশব্যাপী সকল থানা/উপজেলায় এবং বুধবার (৬ আগস্ট) সকল জেলা ও মহানগরে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে।
যদিও চরম ফ্যাসিবাদের উত্থান হয়েছে ৫ আগস্টের পর।
বলা হয়েছে, রাজধানী ঢাকায় আগামী বুধবার দুপুর ২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে।