ঢাকা: বিতর্কিত রোম সফর শেষে দেশে ফিরলেন ডক্টর ইউনূস। ড. ইউনূসের রাজনৈতিক ভূমিকা আন্তর্জাতিক মহলকে গভীরভাবে হতাশ ও উদ্বিগ্ন করেছে।

পশ্চিমা দেশগুলো এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো, যারা একসময় তাঁর প্রশংসায় পঞ্চমুখ ছিল, এখন ইউনূসের সরকারের কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছে।

ক্ষমতার শীর্ষে গিয়েছেন ঠিকই ষড়যন্ত্র করে, কিন্তু সম্মান হারিয়েছেন।

যাই হোক, দুই দিনের সফর শেষে ইতালি থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার সকাল ৮টা ২০ মিনিটে তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মঙ্গলবার ইতালির স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ড. ইউনূস রোমের বিমানবন্দর থেকে রওনা হন।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের সিগনেচার ইভেন্টে অংশ নিয়েছিলেন ইউনূস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *