ঢাকা: সরকার কি গেম খেললো কেউ কি বুঝতে পারছেন! গণভোট দিয়ে বিএনপিকে খুশি। আর জুলাই সনদ দিয়ে জামাত এনসিপিকে খুশি। বিনিময় আলী রিয়াজ পেলেন স্পেশাল পদ !
আলী রীয়াজ একজন বাংলাদেশী- তবে মার্কিন নাগরিক।
অধ্যাপক রীয়াজ জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান পদে দায়িত্ব পান। এরপর গত ফেব্রুয়ারিতে তাঁকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি করা হয়।
বাংলাদেশের সংবিধানকে ভেঙে টুকরো টুকরো করার অন্যতম খলনায়ক আলী রিয়াজ।
আর তাঁর সাথে জাতির সংবিধানে যারা হাত দিয়েছে তারাও দেশ ও জাতির কাছে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রকারী।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস অধ্যাপক আলী রীয়াজকে তাঁর বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন আলী রীয়াজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
