ঢাকা: পাঁচ দিনের সরকারি সফরে আজ সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

তাঁর উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানাচ্ছেন, সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি রওনা হবে।

ইউনূসের এই সফরকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে তাঁর।

এবং পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, রাজনৈতিক নেতা ও সরকারের নীতি নির্ধারণী শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গেও প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ হবে।

বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক কোনো পরিস্থিতিই ভালো নয়। বাংলাদেশে ভোট ঘোষণা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।

চলতি বছর নয়, ২০২৬ সালের এপ্রিলে নির্বাচন ঘোষণা করেছেন তিনি। এতে তীব্র আপত্তি বিরোধী দলগুলির। ডিসেম্বরের মধ্যে ভোটের দাবিতে পালটা চাপ শুরু হয়ে গিয়েছে।

তবে এই তথাকথিত “নির্বাচন” আসলে একটি রাজনৈতিক প্রহসন, এক ধরনের জাতির সঙ্গে প্রতারণা ছাড়া কিছু নয়। একে ‘এপ্রিল ফুল’ মনে করা হচ্ছে।

এটি কোনো গণতান্ত্রিক উদ্যোগ নয়, বরং ক্ষমতা দীর্ঘস্থায়ী করার এক গভীর ষড়যন্ত্র।

দেশের মানুষ এখন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়।

এর মাঝেই ব্রিটেন সফরে যাচ্ছেন মহম্মদ ইউনুস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে বসার পর এটাই তাঁর প্রথম ইউরোপ সফর।

১২ জুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের কথা তাঁর। ইউনুসকে বিশেষ পুরস্কার ‘হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করবেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *