ঢাকা: ব্যক্তির অপরাধের দায় দল নেবে না, কিন্তু চাঁদার ভাগ ঠিকই নেবে! এই হলো বিএনপি দল এর আসল রূপ।
এই রাষ্ট্রে এখন চাঁদা না দিলে জীবন যায়! এটাই বাস্তবতা! অন্তর্বর্তী সরকার জঙ্গীবাদে সায় দিয়ে যাচ্ছে।
বিএনপি-যুবদল, জামাতের নারকীয় তাণ্ডব চলেছে দেশে। খুনিদের আশ্রয়স্থল এই বাংলাদেশ। বিএনপির ছাত্রদলের হাতে আজ এক ব্যবসায়ী খুন হয়েছে। কারণ? সে চাঁদা দিতে অস্বীকার করেছিল।
এটা সন্ত্রাস। এটা খুন।
যুবদলের সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের মিছিল! হাস্যকর।
চাঁদা না দেয়ায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা।
প্রহসনমূলক প্রতিবাদ।
শুক্রবার রাত ১০টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল শুরু করে তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে রোকেয়া হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ সভাপতি আনিসুর রহমান বলেন, “মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটা দেখে আমরা আসলে মর্মাহত, লজ্জিত এবং শঙ্কিতও বটে।
আমরা বারবার বলে এসেছি, বাংলাদেশে যে কোনো ব্যক্তি যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে, সে যদি দলের হয়, তাহলে সে দলীয় সন্ত্রাসী, সে যদি কোনো ব্যক্তিগত অন্যায় করে তাহলে ব্যক্তিগত অন্যায়।”