ফেনী: একেই বলে স্বৈরাচারী শাসন। শেখ হাসিনা সময়কালের শাসনকে স্বৈরাচারী বলে বলে মুখের ফেনা তুলে ফেলা অন্তর্বর্তী সরকার এইবার কী করছে?

যা দেখা গিয়েছিলো, শেখ হাসিনার সময় তো এইভাবে বিরোধীদের গণগ্রেপ্তার করা হয়নি। সবাই স্বাধীনতা ভোগ করেছে নিজের মতো।

আর এখন? জয় বাংলা স্লোগান দিলেই কারাগার! অথচ এই জয় বাংলা মাটির, মানুষের স্লোগান।

এবার ফেনীর পরশুরামে ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের সঙ্গে টিকটক ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করার ঘটনায় কামরুল হাসান (১৭) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

গ্রেফতার কামরুল হাসান উপজেলা বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের সুজায়েত খান ছুট্ট মিয়ার ছেলে ও খন্ডল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

জানা গেছে, গ্রেফতারকৃত কামরুল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ঐ ছাত্র রাস্তার ওপর দাঁড়িয়ে জয় বাংলা গানে টিকটক ভিডিও বানিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছিলো।

কামরুলের বাবা সুজায়েত খান ছুট্ট মিয়া বলছেন, ‘পুলিশ সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে আমার ছেলেকে গ্রেফতার করেছে। আমার ছেলে রাজনীতির সঙ্গে জড়িত নয়।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *