ঢাকা: একের পর এক মামলা, নির্যাতন, ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারি। তবে মামলা-হামলার পরও আওয়ামী লীগকে দমিয়ে রাখা যায়নি।
আওয়ামী লীগের পূর্বের এবং বর্তমানের মিছিলগুলো লক্ষ্য করলে দেখবেন যে দিন দিন এর কর্মী সংখ্যা আরও বাড়ছে। সাথে বাড়ছে গ্রেপ্তারি।
এবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বরিকুল ইসলাম বাঁধনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার তাঁকে রাজধানীর বিজয়নগর থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, শুক্রবার সকালে বিজয়নগরে অভিযান কার্যক্রম চালিয়ে তাঁকে গ্রেফতার করে সিটিটিসির দল।
বরিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের সাবেক সভাপতি ছিলেন।
