বগুড়া: দেশবিরোধী টোকাই রাজাকাররা যেখানেই যাচ্ছে সেখানেই বিরোধের মুখে পড়ছে এখন। বর্তমানে এনসিপি-র স্বরূপ বেরিয়ে পড়েছে। কোথাও কোনো নেতা নিষেধাজ্ঞার মুখে পড়ছেন কোথাও আবার গো ব্যাক স্লোগান।

এবার সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলা হয়েছে। বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে বগুড়া শহরে এই ঘটনাটি ঘটেছে।

এদিন, সারজিস আলম জয়পুরহাটে সমন্বয় সভা শেষে বগুড়ায় আসেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে জেলা পরিষদে সমন্বয় সভায় যোগ দেন আলম। এর পর পরই জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর পাশ থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়।

একটি ককটেল জেলা পরিষদ প্রাঙ্গণে বিস্ফোরিত হয়, জানা গিয়েছে। তবে আরেকটি বিস্ফোরণ হয়নি। সেটি উদ্ধার করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *