ঢাকা: ষড়যন্ত্র এখন জাতীয় পার্টির বিরুদ্ধে। জাতীয় পার্টির নেতাকর্মীরা দিনে দিনে অনেক ত্যাগ স্বীকার করেছেন। বারবার জাতীয় পার্টির ওপর হামলা হয়েছে। এর আগে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, আগুন লাগিয়ে দেয়া হয়েছে।
এবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া, দলীয় প্রতীক নিয়ে ‘ষড়যন্ত্র’সহ অন্যান্য বিষয়ে আজ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জরুরি সভা ডাকেন।
সকালে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়েই কর্মী সমাবেশ শুরু হয়। সেখানে তারা শান্তিপূর্ণভাবেই সমাবেশ করছিলেন।
মঞ্চে উপস্থিত হন জি এম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ প্রথম সারির নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন জায়গা থেকে এসে যোগ দেন নেতাকর্মীরা।
কিন্তু পরিস্থিতি গরম করে তোলা হয় ষড়যন্ত্র করে। ককটেল বিস্ফোরণের পেছনে কারা জড়িত সে বিষয়ে এবং কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
