ঢাকা: দেশের পরিস্থিতিতে এবার অন্তর্বর্তী সরকারের সমালোচনায় জাতীয় পার্টির মহাসচিব কাজী মোঃ মামুনূর রশিদ।
তিনি বলেছেন চকবাজারে গত ১০ই জুলাই ঘটে যাওয়া নারকীয় হত্যাকান্ডের পাশাপাশি দেশব্যাপী হত্যাকান্ড, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, দখলবাজিসহ ধারাবাহিক অপরাধী অপকর্মে গোটা জাতি চরম আতঙ্ক আর অনিশ্চয়তায় তটস্থ।
বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজ এসব কল্পনাতীত অপকর্ম আর অপরাধমূলক ঘটনায় ভীষণ অসহায় বোধ করছে।
কারোরই জানমাল আজ আর নিরাপদ নয়। এমন পরিস্থিতি চলতে থাকলে দেশ এক চরম পরিণতির দিকে ধাবিত হয়ে কালো গহ্বরে আটকা পড়ে যাবে, যা আমাদের কারোরই প্রত্যাশা নয়।
কাজী মামুন বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করে নিজেদের হীন ফায়দা লোটার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দেশী-বিদেশী অপশক্তি।
তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। ওরা চায়, এমন অরাজক পরিস্থিতির মাধ্যমে দেশের অর্থনীতির চাকা চুরমার করে দিতে।
একই অপশক্তি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধেও চক্রান্ত অব্যাহত রেখেছে।
ওদের টার্গেট, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ব্যাপক অবদান রাখার মাধ্যমে আমাদের সেনাবাহিনী যে অভূতপূর্ব সুনাম অর্জন করেছে এটা তছনছ করে দিতে গভীর চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে।
বলেছেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার এরই মাঝে সর্বক্ষেত্রেই ধারাবাহিক ব্যর্থতার প্রমাণ দিচ্ছে।”