ঢাকা: এবার বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে কমনওয়েলথ।

মঙ্গলবার সংস্থাটির মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানিয়েছেন।

কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়র্কর বোচওয়ে বলেছেন, আগামি বছরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংস্কারে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী সংস্থাটি।

লন্ডনে রয়েছেন মুহাম্মদ ইউনূস। তাঁর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। স্লোগান, ব্যানার হাতে বিক্ষোভ করা হয় অবৈধ ক্ষমতাদখলকারী ইউনূসের বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ জুন) লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বোচওয়ে বলেছেন,

‘বাংলাদেশ যদি চায়, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের জন্য, তাহলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত।’

তিনি বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা করা আগামী পাঁচ বছরের জন্য কমনওয়েলথের অন্যতম প্রধান অগ্রাধিকার।

প্রসঙ্গত ,যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের লন্ডনের হোটেল ডরচেস্টারের সামনে মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *