ঢাকা: যাবজ্জীবন কারাদণ্ড ৩০ বছর থেকে ২০ বছর করার প্রস্তাব এনেছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। উনি কিভাবে এসব আইন প্রণয়নের কথা বলেন? উনি কি নির্বাচিত প্রতিনিধি?
স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথম থেকেই উল্টোপাল্টা কথা বলা শুরু করেছেন। যেমন মিথ্যাবাদী তেমনই আশ্রয় প্রশ্রয় দিয়ে জঙ্গী পুষছেন।
দেশে অপরাধ প্রবণতা কমাতে পারেন না। আবার অপরাধ প্রবণতা বাড়ানোর জন্য আইন সংস্কারে নেমেছেন, এমন উপদেষ্টা তিনি।
যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এই তথ্য দেন।
বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, “কারাগারে অনেক সমস্যা আছে, এটার সংস্কার দরকার। লাইফ টার্ম ৩০ বছর, ওটাকে কমিয়ে একটা যুক্তিযুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে।
“যারা বয়স্ক হয়ে গেছে, তাদের ছাড়ানোর ব্যবস্থা করা যায়। এটা এখনো নির্ধারণ হয়নি, আলোচনা হচ্ছে; তবে মেয়েদের ক্ষেত্রে ২০ বছর করে দিতে চাচ্ছি। ছেলেদের ক্ষেত্রে হয়তো আরেকটু বেশি হতে পারে।”
তবে এক্ষেত্রে বন্দির বয়স আমলে নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, “আবার কতগুলো স্পেসিফিক আছে। বয়সটা দেখা হবে।
“কেউ ১৮ বছর বয়সে অপকর্ম করেছে, তাকে ২০ বছর পর ছেড়ে দিলে ৩৮ বছর বয়স হবে। আবার এসে অপকর্ম করবে- ওসবগুলো দেখা হবে।”
কারাগারের বাজেট বৃদ্ধি, কারাবন্দিদের জন্য ওষুধের বাজেট বৃদ্ধি নিয়ে আলোচনা হওয়ার কথা জানান তিনি।