ঢাকা: দেশটাকে আমেরিকা বানাবেন বলে ক্ষমতা নিয়ে এখন ১৪ মাসে সংকটময় বানিয়ে ফেলার কথা স্বীকার করছে?

আমেরিকার পাপেটরা আমেরিকার স্বপ্ন দেখিয়ে এখন দেশকে পাকিস্তান বানিয়ে ফেললো!

দেশ সংকটময় অবস্থায় আছে, বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এখন হয়তো এটাই বলার বাকি যে, নির্বাচন এই পরিস্থিতিতে করা সম্ভব নয়।

তিনি বলেছেন, বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসেবে, দেশ হিসেবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কীভাবে হাঁটবো, এই সবকিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের ওপর।

সোমবার জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

আনসার সদস্যদের উদ্দেশে সিইসি বলেন, একটা বাহিনীর সদস্য হওয়া ছাড়াও আমরা কিন্তু এই দেশের নাগরিক। আমাদের একটা নাগরিক দায়িত্বও আছে।

তিনি বলেন, যেকোনো নির্বাচনে, বিশেষ করে এই নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশাল ভূমিকা থাকবে। আমার বলতে দ্বিধা নেই বাহিনী হিসেবে কিন্তু এটাই সর্ববৃহৎ বাহিনী কিন্তু আমাদের এখানে, প্রশিক্ষিত বাহিনী যদি আমরা ধরি। এটাই সংখ্যার দিক থেকে, সংখ্যার দিক থেকে এটাই সর্ববৃহৎ বাহিনী।

এ এম এম নাসির উদ্দিন ভোট সম্পর্কে বলেন, আমরা এবার একটা উদ্যোগ নিয়েছি যে যাতে করে আপনারা যারা ডিউটিতে থাকবেন তারা যাতে ভোটটা দিতে পারেন সে পোস্টাল ব্যালটের মাধ্যমে, সে উদ্যোগটা আমরা নিয়েছি। আমরা ইনশাআল্লাহ এই ১৬ নভেম্বর অ্যাপটা শুরু করবো।

আপনারা রেজিস্ট্রেশন করিয়ে নেবেন পোস্টাল ব্যালটের জন্য, যারা ডিউটিতে থাকবেন তারা রেজিস্ট্রেশন করে নেবেন। আপনাদের ঠিকানা, বাড়ির ঠিকানায় ব্যালট পৌঁছে যাবে এবং ইন টাইম এবং আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা ওই গাইডলাইন্স অনুযায়ী ভোটটা দিতে পারবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *