ফরিদপুর: এলাকার জনগণ ফরিদপুরে একটি সংসদীয় আসন বৃদ্ধি করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে দাবি জানিয়েছেন। বুধবার (২৭ আগস্ট) ইসি আয়োজিত শুনানিতে অংশ নিয়ে তাঁরা এই দাবি জানিয়েছেন।
কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, ২০০১ সাল পর্যন্ত চরভদ্রাসন ও সদরপুর দুটি উপজেলা নিয়ে ফরিদপুর-৪ আসন ছিল।
কিন্তু ২০০৮ সালে ভাঙ্গা উপজেলাকে (পূর্বের ফরিদপুর-৫ আসন) ফরিদপুর-৪ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। আমরা ফরিদপুর ৪ আসনটি ২০০১ সালের ন্যায় ফিরে পেতে চাই।
একই সঙ্গে ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর-৫ আসন ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।