ঢাকা: শাপলার মতো নির্মল টোকাই এনসিপি? এত নোংরা একটি দল,‌তারা নাকি চায় শাপলা?

তবে একটি বিষয় হচ্ছে, এই নির্বাচন কমিশন সিস্টেমে টোকাই এনসিপির মার্কেটিং করে দিচ্ছে।

৮০/৯০ দশকের চিন্তাভাবনা বাদ দিলেই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে।

শেষ পর্যন্ত হয়তো নির্বাচন কমিশন এনসিপিকে “শাপলা” প্রতীকই বরাদ্দ দেবে। তবে তার আগে একটু জনগনের সামনে এনসিপিকে তুলে ধরবে। যাতে জনগন এনসিপি সম্পর্কে জানতে পারে।

এখন বলা হচ্ছে, নতুন দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক পর্যালোচনায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ৭ অক্টোবরের মধ্যে একটি প্রতীক বেছে নিতে হবে।

এই বিষয়ে এনসিপিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর নির্বাচন পরিচালনার বিধিমালায় না থাকায় এনসিপির পছন্দের তালিকায় রাখা প্রথম প্রতীক ‘শাপলা’ বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে।

গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এনসিপিকে এ বিষয়ে চিঠি পাঠান।

চিঠিতে জানানো হয়েছে, এনসিপি তাদের নিবন্ধনের জন্য আবেদন করেছিল এবং তা প্রাথমিকভাবে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে।

তবে তাদের পছন্দের প্রথম প্রতীক ‘শাপলা’ নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী বরাদ্দ করা সম্ভব নয়, কারণ বর্তমান প্রতীকের তালিকায় এটি নেই।

দলের নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে পছন্দের প্রতীক আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে কমিশনকে জানাতে অনুরোধ করা হয় চিঠিতে।

যে প্রতীকগুলো থেকে এনসিপিকে মার্কা পছন্দ করতে বলা হয়েছে, সেগুলো হলো-

উটপাখি, আলমিরা, বেগুন, খাট, ঘুড়ি, কাঁপ-পিরিচ, চশমা, দালান, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক , মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *