ঢাকা: নির্বাচনের তারিখের এখনো কোনো খবর নেই। নির্বাচন কমিশন ইতিমধ্যে লেজুরবৃত্তি শুরু করেছে। এনসিপির হ্যাঁ তে হ্যাঁ না তে না মেলাচ্ছে এবং জঙ্গী বাহিনীর কথা শিরোধার্য করেছে।
অর্থাৎ তাদের ভুল থাকলে তারা সংশোধন করে নেবে।
আর হালনাগাদ ভোটার তালিকার খসড়া রবিবার (১০ আগস্ট) প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
এতে কারো তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ পাওয়া যাবে ১২ দিন।
শনিবার (৯ আগস্ট) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেলো, এবারের হালনাগাদে ৪৪ লাখের মতো নতুন ভোটার যুক্ত হচ্ছেন।
এদের তথ্য খসড়া সম্পূরক তালিকায় প্রকাশ করা হবে রবিবার।
জানা গিয়েছে, সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কাটা, ভোটার স্থানান্তর, কোনো সংশোধন থাকলে বা ভুল দূর করার জন্য দরখাস্ত (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪ এর মাধ্যমে দরখাস্ত করতে হবে) ২১ আগস্ট পর্যন্ত দাখিল করা যাবে।