ঢাকা: শেখ হাসিনাই ঠিক ছিলেন, এখন বললেন জুলাই জঙ্গী আন্দোলনের অন্যতম মুখ নীলা ইসরাফিল। ক্ষিপ্ত তিনি টোকাইদের কর্মকাণ্ডে।
এই কথা হাওয়ায় ভেসে আসেনি। প্রায় দুই বছর এনসিপির ভেতরে থেকে, ভেতরের নোংরা রাজনীতি, মুখোশধারী দেশপ্রেম, সুবিধাবাদী চরিত্র—সবকিছু নিজের চোখে দেখেই আজ এই বিস্ফোরক সত্যটা বলছেন তিনি।
আজ যারা শেখ হাসিনাকে গালি দেয়, যারা ‘গণতন্ত্র’ আর ‘অধিকার’-এর মুখোশ পরে রাস্তায় নেমেছিল—তাদের আসল চেহারা নিজের লোকের মুখেই ফাঁস হয়ে গেল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কোটা ইস্যুতে বলেছিলেন “এরা রাজাকারের নাতিপুতি”—
সেদিন সত্য বলার অপরাধে তাঁর বক্তব্যকে কেটে-ছেঁটে, বিকৃত করে আগুন লাগানো হয়েছিল রাজপথে।
কোটা ছিল মাত্র অজুহাত, আসল লক্ষ্য ছিল দেশটাকে অচল করা, রাষ্ট্রকে দুর্বল করা। শেখ হাসিনাকে ফেলে দেয়া।
উল্লেখযোগ্য যে, সমস্ত জল্পনা শেষ করে জামাতের সঙ্গে জোট বেঁধেছে টোকাই এনসিপি।
এবার নীলা তাঁর পোস্টে লেখেন, “দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর জায়গায় সঠিক ছিলেন। সময় বদলায়, পরিস্থিতি বদলে যায়, কিন্তু বিশ্বাসঘাতকরা বিশ্বাসঘাতকই থাকে।”
নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া ওই পোস্টে নীলা ইসরাফিল ইংরেজিতে শিরোনাম করেছেন, “হাসিনা সঠিক – রাজনীতি হলো বিশুদ্ধ জ্যামিতি।”
রাজাকার শব্দটিও দারুণ উচ্চারণ করেছেন।
পোস্টের মূল অংশে তিনি তীব্র ভাষায় লেখেন, “হাসিনা সঠিক, এরা সবাই রাজাকার। রাজাকারের বাচ্চা। রাজাকারের নাতিপুতি।”
তিনি ১৯৭১ সালকে এর উৎপত্তিস্থল বা ‘অরিজিন পয়েন্ট’ হিসেবে উল্লেখ করেন।
তিনি লেখেন, “সেখান থেকে আদর্শের একটি সরলরেখা (straight line of ideology) টানা যায়। চিন্তা, ভাষা, ভঙ্গি এবং অবস্থান—সবই একই দিকে।”
নীলা ইসরাফিল তার পোস্টে জ্যামিতিক উপমা ব্যবহার করে আরও ব্যাখ্যা করেন, “নাম পরিবর্তন হয়, দল বদলায়, প্রজন্ম আপডেট হয়, কিন্তু ভেক্টর (vector) ধ্রুবক থাকে। ক্ষমতার আখ্যান ঘোরে, কিন্তু বিশ্বাসঘাতকতার অক্ষ (axis of betrayal) নড়ে না।”
পোস্টের শেষে মন্তব্য করেন, “তাই হ্যাঁ, এটি কোনো গালি (abuse) নয়, এটি রাজনৈতিক জ্যামিতির মাধ্যমে প্রকাশিত ঐতিহাসিক ধারাবাহিকতা।”
