ঢাকা: বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে অন্তবর্তীকালীন সরকারের চেষ্টার কম নেই কিন্তু বাস্তবতা হলো, গত ৯ মাসে বিদেশি বিনিয়োগ বাড়েনি বরং কমেছে ২৬ ভাগ! বিদেশি বিনিয়োগ না বাড়লে দেশি বিনিয়োগ ও বাড়ে না।

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশ এমন অচলাবস্থাতেই থাকবে। সেন্টার ফর পলিসি ডায়লগ, দেশের সবচেয়ে বড় ও বিশ্বাসযোগ্য আর্থিক নজরদারিকারি প্রতিষ্ঠান স্পষ্ট করে বলেছে, নির্বাচিত সরকার ছাড়া দেশে কোন বিনিয়োগ আসবে না।

এবং বিনিয়োগের ক্ষেত্রে ঠিক এক কথাই বললেন অর্থনীতিবিদ সেলিম রায়হান। বিদেশি ও ব্যক্তিগত বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে বড় ধরনের স্থবিরতা চলছে বলে মনে করেন অর্থনীতিবিদ সেলিম রায়হান।

তাঁর মতে, বর্তমান অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশি তো বটেই, বিদেশি বিনিয়োগ প্রত্যাশা করাও কঠিন হবে।

বাজেট বিষয়ে তিনি বলেছেন, এবার বাজেট হচ্ছে অরাজনৈতিক সময়ে, ভিন্ন এক প্রেক্ষাপটে।

“এটা আমরা বুঝি, অন্তর্বর্তীকালীন সরকার যে সময়টা অগাস্টের পরে পেয়েছে, প্রায় নয় মাসের মত সময় তারা পেয়েছে।

কিন্তু তারপরও যে বাজেটটা প্রস্তাবিত হতে যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে, সেখানে পুরনো যে বাজেট কাঠামো তার বাইরে গিয়ে আমরা যতটুকু খবর পাচ্ছি, খুব বেশি নতুন কিছু করার বিষয় নেই।

“একটা তো প্রত্যাশা আছেই যে, এই বাজেটে ভিন্ন কিছু দেখানো যাবে কি না; আমার ধারণা, খুব বেশি বড় পরিবর্তন আমরা হয়ত দেখতে পাব না।”

এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা তিনি বললেন, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ । এটি জরুরি বলে মনে করেন সেলিম রায়হান।

এছাড়াও, বাজেটে স্বাস্থ্য, শিক্ষা খাতে ‘জোর দেওয়া উচিত’ , বলেছেন রায়হান।

জুলাই ষড়যন্ত্রের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের এটি হবে প্রথম বাজেট।

প্রতি অর্থবছরে জুন মাসের কোনো বৃহস্পতিবার বাজেট ঘোষণার রেওয়াজ থাকলেও এবার তার ব্যতিক্রম হচ্ছে।

২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করা হবে ২ জুন, ২০২৫ সোমবার।

তবে বাজেটের ভাষা আর বাজারের ভাষা যেন এক হয়, সেদিকে নজর দিতে হবে। কারণ বর্তমানে নিত্যপণ্য (চাল,ডাল,তেল,পেঁয়াজ)র দাম আকাশছোঁয়া,ডালের বাজার চড়া।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *