ঢাকা: গ্রেপ্তারির হুমকি শোনা গেলো স্বরাষ্ট্র উপদেষ্টার মুখে। এমনিতেই আওয়ামী লীগ নেতা কর্মী, কিংবা জয় বাংলা স্লোগান দেয়া সাধারণ মানুষকেও অযথা হয়রানি করা হচ্ছে।

এক একদিন ১৭০০/১৮০০ পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে। তারপরেও হাতকড়া লাগানোর ইচ্ছে পূরণ হয়নি উপদেষ্টার।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফ্যাসিস্টদের তালিকা পুলিশের কাছে রয়েছে। তারা সমাজ ও রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত। অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে।

ফ্যাসিস্টদের অপকর্ম, অপপ্রচার, অপরাজনীতি, অপরাধ ও ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেফতার বাড়াতে হবে।
তবে এক্ষেত্রে যেন কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশনা দিয়েছেন তিনি।

যদিও সাধারণ জনগণের হয়রানির আর কিছু বাদ নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা যতই যা বলুন।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অধীনস্থ পুলিশ অফিসার ও ট্রুপসদের পেশাদারত্ব, টিম স্পিরিট, শৃঙ্খলা ও মনোবল বাড়াতে পদক্ষেপ নিতে হবে।

অধীনস্থদের মধ্যে যাদের পেশাদারত্ব নেই, শৃঙ্খলা নেই, কমান্ড মানতে চায় না, যারা সরকার ও রাষ্ট্রের প্রতি অসম্মান প্রদর্শন করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *