ঢাকা: ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ ঘোষিত আগামী ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রস্তুতি চলছে।

জায়গায় জায়গায় মিছিল হচ্ছে এবং আহ্বান জানানো হচ্ছে কর্মসূচি বাস্তবায়নের।

শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ছারখার হয়ে গেছে। এটা আমাদের না বললেও চলবে। দেশবাসী প্রকাশ্যে নিজের মুখে উচ্চারণ করছে।

জনগণ ঘর থেকে বেরোতে ভয় পায়, না জানি কখন জান চলে যায়। জান যাওয়ার জন্য তো এখন কারণের প্রয়োজন হয় না।

দেশটা মনে হয় একটা ভাগাড়ে পরিণত হয়েছে। এই যে সংস্কারের নাম করে ইউনূস চেয়ারে বসলেন, কোন সংস্কারকাজটা তিনি করলেন?

পাকিস্তানের সাথে মিশে দেশটার বারোটা বাজিয়েছেন। জঙ্গী আবাদ চলছে খুল্লমখুল্লা। পাকিস্তান থেকে অস্ত্র আসছে দেশে। আসছে পাখির খাদ্য বলে পপি বীজ।

প্রকাশ্যে জঙ্গীরা গলা কেটে জবাই করার হুমকি দিচ্ছে হিন্দুদের, জেল থেকে দাগী আসামিদের ছেড়ে দেয়া হয়েছে, কারখানা বন্ধ হয়েছে, লক্ষ লক্ষ শ্রমিক কর্মহারা হয়ে পড়েছেন- এর কম কী হয়েছে?

একজন শেখের বেটি ছিল বলে ৫ আগস্ট,২০২৪ পূর্ববর্তী বাংলাদেশ সমগ্র বিশ্বজুড়ে আলাদা অবস্থান তৈরী করে বিশ্ব নেতৃত্বের কাছে সমাদৃত হতে পেরেছিল।

নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছিল ।

বিশ্ব অর্থনীতিতে নিজেদের ধারাবাহিক উত্থানের জানান দিচ্ছিল । এইগুলো সব শেষ।

তবে কিছু ভুল ভ্রান্তিও ছিলো। সরকার পরিচালনায় বাংলাদেশ আওয়ামী লীগের একটি রাজনৈতিক দল হিসেবে যেসব ভুল-ভ্রান্তি ছিল, যেসব পদক্ষেপ জনহিতকর বলে অনুমিত হয়নি কিংবা যেসব পদক্ষেপে বিরোধী পক্ষের উপর অন্যায়মূলক আচরণ প্রদর্শিত হয়েছে এবং ক্ষেত্র বিশেষে দুর্নীতি- অর্থ পাচারের মতো স্বল্প কয়েকটি বিষয়ে যতটুকু ব্যর্থতা ছিল সেসবের জন্য অবশ্যই গণ মানুষের দল হিসেবে আওয়ামী লীগ অনুতপ্ত এবং জনগনের কাছে ক্ষমা প্রার্থী ।

এদিকে, ১৩ নভেম্বর ঘিরে কোনো আশঙ্কা নেই বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৯ নভেম্বর) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন কথা জানান তিনি।

১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা লকডাউন বা শাটডাউনের যে কর্মসূচি রেখেছে, সেই বিষয়ে সরকার শঙ্কিত নয়।

তিনি আরো বলেন, মোতায়েনকৃত সেনাবাহিনীর ৫০ শতাংশ তুলে নেওয়া হবে, এটি সত্য নয়, গুজব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *