ঢাকা: বঙ্গবন্ধুর মেয়ের ফাঁসির ঘোষণা হলো। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা দায়ের হয়েছিল।
আজ সোমবার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করল। রায় ছিল মোট ৪৫৩ পাতার। রায়ের মোট ছ’টি অংশ ছিল।
ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার রায়ের শেষ অংশ পড়ে শোনান।
শেখ হাসিনাকে ফাঁসির রায় দেয়াটা হচ্ছে হাস্যকর, প্রহসনমূলক!
তাহলে তো এমন অনেকের ফাঁসিই হতে হয়! লাইনে থাকতে হবে তাহলে খালেদা জিয়া, ইউনূস খোদ-কেও।
১৪ মাসে আন্দোলনরত ১২ গার্মেন্টস কর্মী হত্যার দায়ে ডক্টর ইউনুসেরও ফাঁসি তাহলে হতে হবে। এভাবে কোন রাষ্ট্রনায়ককে ফাঁসি দেয়া যায় না।
আর আবু সাঈদের ঘটনা তো পুরোটাই সাজানো। আবুর হত্যা মামলা শিবিরের মিলিয়ন ডলার প্রজেক্ট ছিলো। পুলিশ ছু্ঁড়েছিলো রাবার বুলেট এবং দুপুর ৩ টার ঘটনা।
৮ ঘন্টা পর তার মৃত্যুর খবর প্রকাশ করে শিবির৷ কিভাবে মারা গেলো? এর দায়ে শেখ হাসিনার ফাঁসি?
জঙ্গিরা কারাগার লুট করবে, মেট্রোরেল জ্বালিয়ে দিবে সেতু ভবন পুড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রীকে হত্যার জন্য আসবে আর রাষ্ট্রীয় বাহিনী সংবিধানের শপথ রক্ষায় গুলি ছুড়তে পারবে না? এই আইন কোথাকার?
বিচারপতি জানান , ট্রাইবুনালের আইন অনুযায়ী তাঁরা শাস্তির যোগ্য। রায় পাঠের সময়, বিচারপতি জানান, হাসিনা-সহ তিন অপরাধীর বিরুদ্ধে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন।
আন্তর্জাতিক ট্রাইবুনাল হাসিনাকে তিনটি ধারায় দোষী সাব্যস্ত করে। তারপরেই ঘোষণা করা হয় রায়।
অবশ্য, রায় ঘোষণার আগেই, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়েছেন, ‘আই ডোন্ট কেয়ার।’ সঙ্গে তাঁর বার্তা, ‘আল্লাহ জীবন দিয়েছেন, তিনিই জীবন নেবেন।’
ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে সমর্থকদের উদ্দেশে এক অডিও বার্তায় আওয়ামী লিগ নেত্রী বলেছেন, নোবেল জয়ী মহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তাঁর দলকে শেষ করে দিতে চায়। সঙ্গে তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, ‘এটা এত সহজ নয়, আওয়ামী লিগ তৃণমূল স্তর থেকে উঠে এসেছে, ক্ষমতা দখলকারীর পকেট থেকে নয়।’
ওই বার্তাতেই তিনি কর্মী সমর্থকদের শান্ত থাকার বার্তা দিয়ে বলেন, ‘ওরা রায় দিক। আমার কিছু যায় আসে না। আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, আল্লাহ তা কেড়ে নেবেন, কিন্তু আমি আমার দেশের মানুষের জন্য কাজ করে যাব। আমি আমার বাবা-মা, ভাইবোনদের হারিয়েছি এবং আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে।’
গণভবন লুট নিয়েও হাসিনা বার্তা দিয়েছেন এদিন। বলেন, ‘গণভবন আমার সম্পত্তি নয়, এটি সরকারি সম্পত্তি। তারা বলছে এটি একটি বিপ্লব। গুন্ডা এবং সন্ত্রাসীরা বিপ্লব আনতে পারে না।’
এদিকে, সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। ফলে সাবেক এই আইজিপির ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
একই অপরাধে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আসাদুজ্জামান খাঁন কামালের ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
