ঢাকা: ধানমণ্ডি দখল করলেই কি ক্ষমতার স্বর্গে যাওয়া যাবে? পুলিশ প্রশাসন দিয়ে ধানমণ্ডি ৩২ ঢেকে রাখলেই কি বঙ্গবন্ধু হওয়া যাবে?
ঘোষণা দিয়ে ধানমণ্ডি দখল করা মানে তোমরা স্বাধীনতা মানো না! তোমরা মুক্তিযুদ্ধ মানো না!
জাতি অবাক বিস্ময়ে দেখলো কিভাবে রাজনৈতিক দল, জঙ্গীরা মৃত বঙ্গবন্ধুকে কতটা অসম্মান করতে পারে ক্ষমতার আশায়!
রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হলে এমন কাজ করতে পারে!
বঙ্গবন্ধু তো ধানমণ্ডি ৩২ নম্বরে নেই। তাঁর বাড়ি গুঁড়িয়ে দেয়া হয়েছে! তারপরেও ভয়? কেন?
কারণ বঙ্গবন্ধু সারা বাংলাদেশের আনাচে-কানাচেতে বসবাস করেন।
বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে একটা তর্জনী! কাঁপিয়ে দেয়ার ক্ষমতা রাখে।
ধানমণ্ডি ৩২, বঙ্গবন্ধুর পোড়া বাড়ি-ইতিহাসের ক্ষত, সেখানে শ্রদ্ধার ফুল হাতে এসেছিল এক নিরহংকার রিকশাচালক।
কিন্তু ভালোবাসার এই যাত্রা শেষ হলো লাঠির আঘাতে, অপমানের শৃঙ্খলে।
যে দেশ বঙ্গবন্ধুর স্বপ্নে গড়া, সেই দেশে তাঁর প্রতি ভালোবাসা দেখানোই যদি অপরাধ হয়—তাহলে এই লজ্জা কার?
রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন রিকশাচালক আজিজুর রহমান।
শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ফুলের তোড়া নিয়ে সেখানে পৌঁছালে তিনি বাধার মুখে পড়েন। পরে পুলিশ তাকে উদ্ধার করে সরিয়ে নেয়।
গণমাধ্যমকে আজিজুর রহমান বলেন, “আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি।”
আজিজুর রহমানের আনা ফুলের তোড়ায় লেখা ছিল, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকীতে সাধারণ রিকশাওয়ালা হিসাবে বঙ্গবন্ধুকে ভালোবেসে শ্রদ্ধা জানাতে নিজের সৎ উপার্জনের টাকা দিয়ে ফুল কিনে এসেছি।
আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি।
আজিজুর রহমান ধানমন্ডি ৩২ নম্বরে আসার সঙ্গে সঙ্গে গণমাধ্যমকর্মীরা তাঁকে ঘিরে ধরেন। তখন তিনি বলেন, আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি।
এর কিছুক্ষণ পরেই ধানমন্ডি ৩২ এ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন এবং মারধর করেন। এ সময় তার রিকশাটি রাস্তার পাশে উল্টে ফেলে রাখা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে যায়।
কাউকে শ্রদ্ধা জানাতে আটকানোর মানে বুঝতে পেরেছেন তো? একটা মানুষের, রক্তের দাম নেই? আর এ তো যে কেউ নন, স্বয়ং বঙ্গবন্ধু।
আজ সারা ফেসবুক হয়ে উঠেছে ধানমণ্ডি ৩২. সবাই শ্রদ্ধা জানাচ্ছেন। এই আবেগ দেশপ্রেমিকরা নিয়ন্ত্রণ করতে পারে না।