ঢাকা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এজন মিথ্যাচারী আর ষড়যন্ত্রকারী ব্যক্তি! লুটেপুটে খেয়েছে এরা দেশটাকে।

বাংলাদেশ যখন পুড়ছিল, তখন প্রেস সচিব রেস্টুরেন্টে বসে ফুচকা বিলাস করছিলেন। মনে আছে দেশবাসীর। জনগণ এত তাড়াতাড়ি কিছু ভুলে যায় না।

এই দেড় বছরে কী পরিবর্তন করলো উপদেষ্টারা? উপদেশ দিয়েই তো গেলো!
কতটুক পরিবর্তন হয়ছে? হয়নি।হবেও না।

মহাজনরা ব্যবসা বুঝে, দেশ বুঝে না।

এখন শফিকুল আলম বলছেন, অন্তর্বর্তী সরকারের প্রায় সব লক্ষ্যই অর্জন করেছে। লক্ষ্য তো তাদের একটাই ছিলো, দেশ বিক্রি! সেটা পূরণ হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ে কোনো সরকার এত কিছু অর্জন করতে পারেনি, যতটা অন্তর্বর্তী সরকার এই ১৫ মাসে করেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুকে প্রেস সচিব লিখেন, অন্তর্বর্তী সরকার: নামেই শুধু সরকার, আসলে এক প্রকার এনজিও-গ্রাম! অনেকের দৃষ্টিতে এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল প্রশাসন- এতটাই দুর্বল যে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত এর সাথে পারস্পরিক শুল্ক চুক্তি করতে আগ্রহী হয়নি।

এর নেতারা প্রায়ই ভীত বা অদক্ষ বলে মনে হয়- রাস্তাঘাটে নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হয়েছেন এমন এক সময়ে, যখন ৫০০ দিনে ১ হাজার ৭০০টির বেশি বিক্ষোভ হয়েছে। তারা যেন নতুন ও অদক্ষ, আইন পাস করতেও হিমশিম খাচ্ছেন, প্রয়োগ তো দূরের কথা।

তিনি লেখেন, অন্তর্বর্তী সরকার বারবার তুলনামূলক ছোট বা অখ্যাত গোষ্ঠীর চাপের সামনে নতি স্বীকার করেছে! গত ১৫ মাসে এই সরকারকে অক্রিয়তা ও অযোগ্যতার অভিযোগে ঘিরে ফেলা হয়েছে।

অনেকেই এটিকে ব্যঙ্গ করে বলেন, এটি এক ‘কিছু না করা, মাখন-খাওয়া দল’- যারা কাকতালীয়ভাবে ক্ষমতায় এসেছে, কিছুই করতে পারেনি, আর এখন অপমানজনক নিরাপদ প্রস্থানের পথ খুঁজছে!

তবুও পেছনে তাকিয়ে আমি দৃঢ়ভাবে বলি- এটি গত কয়েক দশকে বাংলাদেশের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সরকারগুলোর একটি। তারা তাদের প্রায় সব লক্ষ্যই অর্জন করেছে।

ফেসবুক পোস্টে শফিকুল আলম অন্তর্বর্তী সরকারের যে অর্জন তুলে ধরেন তা হলো:

শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে

মার্কিন শুল্ক চুক্তি

রেকর্ড সংখ্যক আইন পাস

জুলাই ঘোষণা

সুপ্রিমকোর্ট নিম্ন আদালতের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা

বড় ইউরোপীয় বিনিয়োগ

নতুন পররাষ্ট্রনীতি কাঠামো

অর্থনীতি স্থিতিশীল

ব্যাংকিং খাতের লুটপাট রোধ

জবাবদিহিতা প্রতিষ্ঠা

গুম বন্ধ হয়েছে

র‍্যাবকে আইনের অধীনে আনা

মতপ্রকাশের স্বাধীনতা

ক্রসফায়ার কমিয়ে আনা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *