ঢাকা: তুমিও জানো আমিও জানি
জামাত মানে পাকিস্তানি। তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি।

এই কথার অন্যথা নেই। এরা এদের রং দেখিয়েই আসছে। এবং এখনো দেখাচ্ছে। অথচ দেশ ঠিকই তড়তড়িয়ে পাকিস্তানকেই বরণ করছে। জঙ্গী, ধর্ষক পাকিস্তান আজ তাদের বন্ধু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় তো চলে গিয়েছে জঙ্গী, পাকিস্তানি শিবিরের হাতে। জেতার পর দিনই হিজাব হিজাব শ্লোগান উঠেছে। দুইদিন পর তালিবানি কায়দায় নারীদের বস্তাবন্দি করে পড়াশোনা ছাড়িয়ে ঘরবন্দী করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিজয়ে অভিনন্দন জানিয়েছিলেন জামায়াত-ই-ইসলাম পাকিস্তানের আমির হাফিজ নাঈমুর রহমান। এটাই স্বাভাবিক, সন্তানের জয়ে পিতার তো গর্ব হবেই।

বুধবার (১০ সেপ্টেম্বর) সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে তার বক্তব্য প্রকাশ করা হয়। কিন্তু কিছুক্ষণ পরেই পোস্টটি আর পেজে দেখা যায়নি।

উর্দূতে লেখা পোস্টটিতে দেখা যায়, হাফিজ নাঈমুর বলেছেন, বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে; আলহামদুলিল্লাহ।

দেশটির বৃহত্তম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী জমিয়াতে তালাবা (ছাত্রশিবির) বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। পুরো প্যানেল বিজয়ী হওয়া বাংলাদেশের ইতিহাসে এই প্রথম।

হাফিজ নাঈমুর রহমান হচ্ছেন আরেক রাজাকার, পাকিস্তানি। তিনি আরও বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- অন্য প্যানেলগুলো একযোগে ভারতপন্থি শক্তির সমর্থন পেয়েছিল।

তবুও শিক্ষার্থীরা শিবিরকে জয়ী করেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের এই বিজয়ে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

আল্লাহর ইচ্ছায় এই বিজয় ছাত্র-যুবসমাজের অধিকার আদায়ের সংগ্রাম ত্বরান্বিত করবে। একইসঙ্গে ভারতের ষড়যন্ত্র থেকে বাংলাদেশের মুক্তি এনে দেবে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির নতুন শিরোনাম রচনা করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *