ঢাকা: জামায়াত–শিবির রাজাকার, এতে কোনো সন্দেহ নেই! ইতিহাস সাক্ষী, দেশবিরোধীরা কোথাও কোনোদিন সফল হতে পারেনি, আর পারবেও না! এরা জাতীয় পার্টি নিষিদ্ধ চায় এখন।

সারা দেশে একের পর এক অদ্ভুত ও বীভৎস ঘটনা ঘটে চলেছে। দখলদার ইউনূস গং পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে বা তারা ভাবলেশহীন।

জনগণের প্রতি দায়িত্বশীলতা ও জবাবদিহি না থাকলেই একটা দখলবাজ সরকারের পক্ষে এভাবে দায়িত্বজ্ঞানহীনভাবে ক্ষমতা আঁকড়ে থাকা সম্ভব।

সরকারের প্রত্যক্ষ মদদে লাগামহীনভাবে মবসন্ত্রাস চলছে। তারই ধারাবাহিকতায় দেশের অন্যতম একটা রাজনৈতিক দল জাতীয় পার্টির অফিস, নেতাদের উপর এবং তাদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে।

জামায়াত, শিবিরের কথায় চলছে দেশটা। পর্দার আড়ালে সরকার চালাচ্ছে এরাই।

রাজাকারের দলের সততার পথ পছন্দ না হবারই কথা।

আওয়ামী লীগের মত জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক শেষে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের তাদের এ দাবির কথা বলেন।

মামা বাড়ির আবদারের মতো তাদের দাবি।

তিনি বলেন, “জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী ছিল জাতীয় পার্টি। যেভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *