ঢাকা: আদালতে আজ সাংবাদিক হেনস্থাও হচ্ছে। আসলেই এটা কোন দেশ / রাষ্ট্র হতে পারে? আইনে উচ্চতর স্থান আদালতে আজ এমন অবস্থা?
আদালত চত্বর হয়ে গিয়েছে এখন সন্ত্রাসীদের কর্মস্থল। রাজাকার, জামাত শিবির ভরে ফেলেছে সব জায়গা।
রাজধানীর আদালতে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। সাংবাদিক পান্নার মামলা কাভার করতে গিয়ে সময় টিভির আদালত প্রতিবেদক আসিফ মোহাম্মদ সিয়াম আইনজীবীদের হামলার শিকার হয়েছেন।
বিচারক এজলাসে থাকাকালেই বেসরকারি টেলিভিশন সময় টিভির আসিফ মোহাম্মদ সিয়াম নামে ওই সাংবাদিককে কয়েকজন আইনজীবী মিলে কিল, ঘুসি, লাথি মারেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিয়াম। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মহানগর জজ আদালতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মামলা কাভার করার সময় হঠাৎ করে কয়েকজন আইনজীবী সাংবাদিক সিয়ামের ওপর চড়াও হন। তারা শারীরিকভাবে আক্রমণ করার পাশাপাশি অপমানজনক আচরণও করেন।
হামলার ঘটনায় আদালত কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হলে মহানগর জজ হাসিব উল্লাহ পিয়াস দ্রুত কক্ষ ত্যাগ করেন।
জানা গিয়েছে, বর্তমানে হামলাকারী আইনজীবীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আদালতে উপস্থিত এক সাংবাদিক দাবি করেছেন, জামাত-বিএনপির ঘনিষ্ঠ কয়েকজন আইনজীবী এই সন্ত্রাসী , অপমানজনক হামলার সঙ্গে জড়িত।
এই ঘটনায় দেশবাসী ধিক্কার জানাচ্ছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং দ্রুত হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।