ঢাকা: বাংলাদেশে আইন বলতে কিছু আছে? জনগণ কাহিল হয়ে গেছে একটা বছরে! ইউনূস গং সাজানো গোছানো দেশকে তছনছ করে দিয়েছে।
আদালতে বিচারকের সামনে সাংবাদিককে মারধর করা হচ্ছে! ভয়াবহ অবস্থা।
সিএমএম আদালতের এজলাসের ভেতরে সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়ামকে মারধরের ঘটনায় মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে, কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক নির্যাতনের ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে উপস্থিত সাংবাদিকরা বলেন, ম্যাজিস্ট্রেটের সামনে সাংবাদিক আক্রান্ত হলেও কোনও ব্যবস্থা নেয়া হয়নি। এ সময় দায়ী আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি তোলা হয়।
ঢাকার শাহবাগ থানার আদালত কক্ষে সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়ামকে আইনজীবীরা প্রকাশ্যে পেটানোর ঘটনা শুনে প্রথমে যে প্রশ্ন মাথায় আসে, তা হলো – এই দেশে কি আইনের শাসন বলে আদৌ কিছু আছে?
বিচারকের উপস্থিতিতে, আদালতের ভিতরে, একজন সাংবাদিককে কিল-ঘুষি-লাথি মারা সভ্য সমাজের জন্য স্থায়ী কলঙ্ক ছাড়া আর কিছু না।
আদালত কক্ষ হলো সেই জায়গা, যেখানে ন্যায়বিচারের আশা করা যায়, যেখানে আইনের শাসন বলতে কিছু থাকে। সেখানে সকলের নিরাপত্তা থাকে।
কিন্তু সেখানে যদি আইনজীবীরা নিজেরাই আইন হাতে তুলে নেন, যদি পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হয়ে দেখে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
সিয়াম প্রশ্ন করেছেন, তথ্য সংগ্রহ করেছেন, এটাই তাঁর অপরাধ।
আদালত কক্ষে সাংবাদিক নিরাপদ না থাকলে, দেশের অন্যান্য জায়গায় তাদের নিরাপত্তা কোথায়?
আসলে গোটা দেশের নিরাপত্তার ঘৃণ্য চিত্রটি উঠে এসেছে।
