ঢাকা: ৫ আগস্ট এর পর কি সুন্দর সাজানো গুছানো দেশটাকে এই এনসিপি নামক জঙ্গীরা পাকিস্তানের মরুভূমিতে রূপান্তরিত করেছে!
এখনো ক্ষমতায় যায়নি, যেতে পারবেও না, একবছর হয়েছে এতেই এই অবস্থা?
এন সি পি মানেই সন্ত্রাসী। এদেরকে সবাই ঘৃণা করে। তাদেরকে বহু আগেই সারা বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তাদের কোন অস্তিত্বই নাই।
আজকে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে এনসিপির হাতাহাতি হয়। বয়কট করে এনসিপি কে প্রত্যাখান করলো,
সাংবাদিকরা।
এরা দাম পায় না এক পয়সার, অথচ ভাব কোটি টাকার। তবে কোটি কোটি টাকা এরা আত্মসাৎ করে ফেলেছে ইতিমধ্যেই। পকেটে দেশ লুটের টাকা।
জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফেরা অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দলের বিমানবন্দর আগমনের সময় ঘটে গেল অপ্রীতিকর ঘটনাটি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা সাংবাদিকদের লাঞ্ছনা করে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে উপস্থিত গণমাধ্যমকর্মীরা সংবাদ সম্মেলন বয়কট করেন। টোকাই এনসিপিকে ধিক্কার জানান তাঁরা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে আয়োজন করা হয় একটি সংবাদ সম্মেলনের।
সেখানে বিএনপি নেতা হুমায়ুন কবির বক্তব্য দিচ্ছিলেন। সে সময় পাশেই থাকা এনসিপি নেতাকর্মীরা উচ্চস্বরে স্লোগান দিতে শুরু করেন।
এতে ব্রিফিংয়ের পরিবেশ নষ্ট হলে এক সাংবাদিক তাঁদের নিয়ম মেনে কথা বলার অনুরোধ করেন।
আর সামান্যতম সভ্যতা নেই এই টোকাইদের। এরা তো শেখেনি কিছু। শিখেছে কেবল দেশ লুটতে।
এই সামান্য কথাতেই ক্ষিপ্ত হয়ে এনসিপির কিছু নেতাকর্মী সাংবাদিকদের সঙ্গে মারমুখী হয়ে ওঠেন এবং লাঞ্ছিত করেন বলে প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকর্মীরা অভিযোগ করেছেন।
ঘটনাস্থলে উপস্থিত একজন জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, আমরা পেশাগত দায়িত্ব পালনে গিয়েছিলাম। কিন্তু এনসিপি নেতাদের আচরণ ছিল অগ্রহণযোগ্য ও অপমানজনক। এই ঘটনায় সংবাদ সম্মেলন বয়কট ছাড়া উপায় ছিল না।