ঢাকা: প্রকৃতপক্ষে ৭১ এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতার লক্ষ্য আদর্শ ও চেতনাকে মুছে দেওয়ার একটি দীর্ঘ দিনের ষড়যন্ত্রের ফল হচ্ছে জুলাই সনদ।
একমাত্র স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এই সনদ বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে উঠেছে।
এই কারণেই তারা জুলাই দাঙ্গা ও মব সন্ত্রাস করে শেখ হাসিনাকে বিতাড়িত করে এবং স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে জেল জুলুম নির্যাতন করে এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে যাচ্ছে।
মনে রাখতে হবে — যারা জুলাই সনদে স্বাক্ষর করবে, তারা স্বাধীনতা ও মুক্তি যুদ্ধ বিরোধী রাজাকারের দল। এটা অবশ্য প্রমাণ হবার এখনো বাকি নেই।
এদিকে, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পিছিয়ে দেয়া হয়েছে। ১৫ অক্টোবর বুধবারের পরিবর্তে ১৭ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থেই নাকি সাপ্তাহিক ছুটির দিনে এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
বৈঠক শেষে কমিশন সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা।
দেশের বিজ্ঞজনের অনুষ্ঠানটি ১৭ অক্টোবর (শুক্রবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
