জামালপুর: জামালপুরের ইসলামপুরে শনিবার গভীর রাতে রাষ্ট্রবিরোধী চক্রান্তকারীদের নির্মম সন্ত্রাসের শিকার হয়েছেন জনপ্রিয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আবদুর রহিম (৪৮)।
কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর জিগাতলায় নিজের ঘর থেকে তুলে নিয়ে গিয়ে সন্তানদের সামনে তাকে কুপিয়ে হত্যা করে মুখোশধারী একদল অস্ত্রধারী সন্ত্রাসী।
শনিবার মধ্যরাতে উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামে এই নৃশংস হত্যার ঘটনাটি ঘটেছে।
নিহত আব্দুর রহিম খন্দকার তয়বুর খন্দকারের ছেলে। তিনি কুলকান্দি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন।
নিহত আব্দুর রহিমের ভাতিজা শরিফ খন্দকার বলেছেন, “গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর লোক পরিচয় দিয়ে চাচার বাড়ির দরজা খুলতে বলে দুর্বৃত্তরা। দরজা না খুললে বারবার দরজায় আঘাত করতে থাকে তারা।
“একপর্যায়ে চাচা দরজা খুলে দিলে তাকে টেনে উঠানে বের করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।”
মুখোশধারী ২০-২৫ জনের সশস্ত্র একটি গ্রুপ গভীর রাতে প্রশাসনের ছদ্মবেশে ঘরে প্রবেশ করে, আবদুর রহিমকে জোরপূর্বক বাইরে এনে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে যমুনা নদী দিয়ে পালিয়ে যায়।
পরিবারের সদস্যদের মারধর করে তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে চলে যায়।
স্থানীয় চেয়ারম্যান, জনপ্রতিনিধি এবং এলাকাবাসী জানিয়েছেন, আবদুর রহিম ছিলেন একজন ত্যাগী ও জনদরদী নেতা যার জনপ্রিয়তাই কাল হয়ে দাঁড়িয়েছে।