ঢাকা: ষড়যন্ত্রমূলকভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, যাতে এই দল কোনো অবিচারের বিরুদ্ধে কথা বলতে না পারে।

আর এই ফাঁকে লীগের নেতা কর্মীদের ইচ্ছামতো ভুয়া মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে।

এবার আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় নেতা মো. আব্দুর রশিদ বখতিয়ারকে (৪৭) গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ৩টার দিকে রাজধানীর খিলক্ষেত থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আব্দুর রশিদ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য।

গ্রেপ্তার তো হলো, তবে তাঁর অপরাধ কী? নাহ কোনো অপরাধ নেই! তিনি লীগের তাই গ্রেপ্তার! এটাই অপরাধ!

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির এক নেতা নিকুঞ্জ-২ এলাকায় অবস্থান করছেন।

এমন তথ্যের ভিত্তিতে দুপুর ৩টার দিকে অভিযান চালিয়ে আব্দুর রশিদ বখতিয়ারকে গ্রেফতার করে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *