ঢাকা: এমপিওভুক্ত শিক্ষকদের উস্কে দিলো আবার জামায়াত। এবার তাঁরা দাবি আদায়ে ঢাকায় মহাসমাবেশ করবেন।
জাতীয়করণ, বিভিন্ন ভাতা বৃদ্ধিসহ সব দাবি আদায়ে এবার ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা করেছেন শিক্ষকরা।
এতে অংশ নিতে দেশের ৬৪ জেলার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ঢাকায় আসবেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে মহাসমাবেশ করবেন।
এরপর সেখান থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন। প্রয়োজনে সচিবালয় ঘেরাও কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।
‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’র আহ্বায়ক অধ্যক্ষ মঈন উদ্দীন ও সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করেন।
বলা হয়েছে, সার্বিক দিক বিবেচনায় অগামী ১০ আগস্টের মধ্যে প্রতিশ্রুত ভাতাগুলোর প্রজ্ঞাপন জারি না হলে ১৩ আগস্ট থেকে ধারাবাহিক কর্মসূচি শুরু হবে।