ঢাকা: লতিফ সিদ্দিকীর মতো মুক্তিযোদ্ধারা সেই গত বছরের আগস্ট থেকেই ব্রাত্য, নির্যাতিত, নিপীড়িত, অপমাণিত।

মুক্তিযুদ্ধ,মুক্তিযোদ্ধা,বঙ্গবন্ধু,বাংলাদেশ যারা মেনে নেয়নি তাদের সাথে দেশের মানুষের সহবাস এখন প্রতিনিয়ত।

কি দীর্ঘ বিষাদের,বিপন্নতার যাত্রায় দেশ আজ নিমজ্জিত!

ইউনুস দালাল,লতিফ সিদ্দিকী ও ঢাবি শিক্ষক সহ প্রায় ১৯ জন মুক্তিযোদ্ধাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করলেন কেন?

জবাব দিতে পারবেন তিনি? পারবেন না। কারণ অপরাধীর স্নায়ু দুর্বল থাকে।

রাজাকার শিবিরদের হাতে মুক্তিযোদ্ধারা আহত, মুক্তিযোদ্ধাদের রক্তে আবার হাত ভিজালো শত্রুর দোসর জামাত–শিবির!

রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মঞ্চ–৭১ এর গোল টেবিল আলোচনায় জুলাইযোদ্ধা নামের জামাত–শিবিরের নষ্ট বীজ ও স্বাধীনতা বিরোধী কুলাঙ্গাররা বীর মুক্তিযোদ্ধাদের ওপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে।

ড. কামাল হোসেন, জেড আই খান পান্না ও লতিফ সিদ্দিকীর উপস্থিতিতে এই হায়েনারা মুক্তিযোদ্ধাদের সীমাহীনভাবে অপমান, অপদস্থ ও  রক্তাক্ত করেছে।

নেত্রকোনার গর্ব কেশব রঞ্জনসহ একাধিক মুক্তিযোদ্ধা আহত হয়েছেন। অথচ এই কাপুরুষ রাজাকার প্রজন্ম ’৭১-এর হায়েনাদের মতোই আবার মাথা তুলেছে।

সময় এসেছে বাংলার মাটিকে শুদ্ধ করার—রাজাকারদের গর্তে ঢুকিয়ে তাদের ইতিহাসের ডাস্টবিনে ছুঁড়ে না ফেললে মুক্তিযুদ্ধের চেতনা নিরাপদ নয়।

এই রাজাকারের দেশে মুক্তিযোদ্ধারা এখন সন্ত্রাসী! বাহ! আর কত ভাবে জামাত শিবির বিএনপি ইউনুস বুঝাবে যে তারা ৭১ এর প্রতিশোধ নিতেই এসেছে।

তবুও এখন পর্যন্ত দেশের কিছু মানুষ বুঝতে চায় না এটা, এখনও তারা সবাই ইউনূসের পা চেটে যাচ্ছে যে ইউনূস তাদের আমেরিকার মত সেরা বাংলাদেশ উপহার দেবে।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে আটক হওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ (বলা হচ্ছে) ১৬ জনকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাংবাদিকরা রয়েছেন। বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি বলেন, লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে আজকের (গতকাল) ঘটনায় সন্ত্রাস দমন আইনে শাহবাগ থানায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে একদল লোক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে পুলিশে সোপর্দ করেছে।

এ ঘটনায় নষ্ট হয় ‘মঞ্চ ৭১’ সংগঠনের গোলটেবিল আলোচনা অনুষ্ঠান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *