ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টার চোখে এখন একটু পড়েছে যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাকি সামান্য অবনতি হয়েছে!

অথচ দেশে যে বিগত এক বছর ধরে আইনশৃঙ্খলা বলতে কিছুই নেই, সব ফাঁকা, সেদিকে কোনো নজর নেই স্বরাষ্ট্র উপদেষ্টার।

সারা আগাস্ট মাস জুড়ে দেশে চলেছে সীমাহীন সহিংসতা ও অরাজকতা। সাংবাদিক হত্যা থেকে শুরু করে, মুক্তিযোদ্ধাদের আক্রমণ এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর মব হামলা থেকে শুরু করে প্রকাশ্য দিবালোকে চলেছে হত্যা ও নির্যাতন। থেমে থাকেনি বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর উপর তৌহিদি জনতার হামলা।

নাহ! কিচ্ছু চোখে দেখেননা উপদেষ্টা।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি এত দিন যেমন ছিল, সাম্প্রতিক কয়েক দিনের ঘটনায় আমি বলব, সেটা কিছুটা খারাপের দিকে গেছে। আমরা চেষ্টা করছি, যাতে দ্রুতই আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়।’

আজ রোববার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

রাজবাড়ির ঘটনা অবশ্য তাঁর চোখ এড়িয়ে গেছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘রাজবাড়ীর ঘটনা আমরা তদন্ত করে দেখছি। পাঁচজনকে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। তদন্ত শেষ হলে পুরো বিষয়টি স্পষ্ট হবে। কারা এর সঙ্গে জড়িত ছিলেন, তা তখনই জানা যাবে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *