ঢাকা: রোজার আগে নির্বাচন দিয়ে ইউনুস সাহেব নেতাদের ইফতার পার্টির টাকা খরচ কমিয়ে দিলেন।
তবে রোজার আগে নির্বাচন হবে এই কথা তিনি বহু আগেই বলেছেন। এবং কথায় কথায় তাই বলছেন। আজকের কথার তেমন কোনো আলাদা গুরুত্ব নেই।
বাংলাদেশের সময় অনুযায়ী, রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেন ইউনুস।
এর আগে আজ বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেবেন বলে জানান।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান। আজ এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করবো। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবো।
মহান দিবস নাকি জঙ্গী উত্থান দিবস তা তিনি নিজেও খুব ভালো জানেন! নির্বাচনে জনগণের আস্থা আওয়ামী লীগেই। আওয়ামী লীগ একমাত্র ভরসা।
মহাজন বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।
আপনারা সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এ দেশের সব নাগরিক একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে।
আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায় সব ধরনের সাহায্য-সহযোগিতা প্রদান করবো।