ঢাকা: আবারো মুখে ছাই পড়লো ইউনূসের। বিদেশের মাটিতে পা রেখে তো ঘৃণার মুখে পড়ে পালালেন, আবারও বিক্ষোভের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস।

রাষ্ট্রপুঞ্জের সভার বাইরেও ‘গো ব্যাক টু পাকিস্তান’ স্লোগান শুনতে হল ইউনূসকে। নিউ ইয়র্কের রাস্তায় উঠলো চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবি।

রাষ্ট্রপুঞ্জের দফতরের বাইরে ইউনূস বিরোধী বিক্ষোভে নাজেহাল অবস্থা। ‘ইউনূস পাকিস্তানের সমর্থক’ এই লেখা পোস্টার হাতে বিক্ষোভ দেখান শেখ হাসিনা সমর্থকরা।

তারা বিক্ষোভ দেখিয়ে বলছেন, ‘ইউনূস জমানায় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নিধন চলছে’।

‘ইউনূস বাংলাদেশকে অবৈধভাবে দখল করে, হিন্দুদের তাড়াচ্ছেন, তাঁর জমানাতেই বাংলাদেশে ছাড়তে হচ্ছে লক্ষ লক্ষ হিন্দু সংখ্যালঘুদের‘।

ক্ষোভে ফেটে পড়ছেন এক একজন। রাষ্ট্রপুঞ্জে ইউনূসের ভাষণের পরেই বিক্ষোভের আগুনে ঘি পড়ে।

প্রবাসি বাংলাদেশিরা বলতে থাকেন, ‘শেখ হাসিনাকে তাড়িয়েছেন ইউনূস, ইসলামিক চরমপন্থীদের হাতে তুলে দিয়েছেন দেশকে’।

চরম অপমানিত করা হয় ইউনূসকে। তবে তাঁর তো অপমানবোধ নেই, থাকলে অনেক আগেই নির্বাচন দিয়ে বিদায় নিতেন।

ঘরে-বাইরে এখন যেখানেই যাচ্ছেন, সেখানেই প্রবল চাপে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *