ঢাকা : বাংলাদেশে বর্তমানে পদত্যাগের নাটক চলছে। এখন মুহাম্মদ ইউনূস নাকি পদত্যাগ করতে চান! মুহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ভার্সেস বাংলাদেশ সেনার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে ইতিমধ্যে ।

আর তারপর সামনে এল বড় খবর। দেশের বর্তমান অবস্থায় নাকি কাজ করতেই পারছেন না মুহাম্মদ ইউনূস। সচেতন জনগণের প্রশ্ন, কাজটা কি দেশ বিক্রির কাজ?

আচ্ছা যাই হোক, কাজ করতে না পারায় তিনি নাকি পদ ছাড়তে চান। খবর দিলেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম। তিনি ইউনূসের সঙ্গে দেখা করে বেরিয়েই চাঞ্চল্যকর দাবি করেছেন। এমন খবরই প্রকাশ বিবিসি বাংলায়।

ইউনূসের পদত্যাগের ‘ভাবনা’ তাঁর কানে আসছিল। তাই নিজ-কানে কথাটা শোনার জন্য ইউনূসের ‘যমুনা’য় পৌঁছেছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে নাহিদ জানিয়ে দেন, সত্যই পদত্যাগের কথা ভাবছেন মুহাম্মদ ইউনূস।

নাহিদ জানান, “আমরা আজ সকাল থেকেই স্যারের (ইউনূস) পদত্যাগের খবর পাচ্ছি। তাই আমি স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। তিনি বলেছেন, তিনি সত্যিই এ বিষয়ে ভাবছেন। তিনি মনে করেন এখন পরিস্থিতি এমন যে তিনি কাজ করতে পারছেন না”। বিবিসি বাংলাকে জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, তিনি কাজ করতে পারছেন না। তাঁকে একটা গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন, সংস্কারের স্বার্থে প্রধান উপদেষ্টার দায়িত্বে আনা হয়েছিল। কিন্তু এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো মিলে এমন পরিস্থিতি তৈরি করেছে , যেখানে কাজ করা সম্ভব নয়। তাঁর প্রায় হাত-পা-বাঁধা অবস্থা। এই পরিস্থিতিতে নাহিদ ইসলাম ইউনূসকে তাঁর সিদ্ধান্তের কথা ভেবে দেখতে বলেছেন।

উল্লেখ করা জরুরি যে, সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে যে রাজনৈতিক নাটক শুরু হয়েছে, তা দেশের ভেতরের ষড়যন্ত্র ও আন্তর্জাতিক দোলাচলের এক ভয়াবহ বহিঃপ্রকাশ। “পদত্যাগ” নামক নাটকের কেন্দ্রবিন্দুতে এখন মুহাম্মদ ইউনূস, আর তার চারপাশে সক্রিয় জামাত-শিবির, এনসিপি, হিজবুত তাহেরী, হরকাতুল জেহাদ, লস্কর তৈয়াবা, আইএস, এমনকি হেফাজতের একটি চরমপন্থী অংশ।

এদিকে সেনাবাহিনী প্রধানের সাম্প্রতিক বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর স্পষ্ট বক্তব্য—তারা ইউনূসের প্রতি অনুগত নয়, বরং সংবিধান ও দেশের জনগণের পাশে। পর্যবেক্ষকরা মনে করছেন, ড. ইউনূসের ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন ক্রমেই ধ্বংসের দিকে যাচ্ছে।দেশবাসীর এখন সতর্ক থাকার সময়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *