ঢাকা: নির্বাচন নিয়ে খেলা শুরু।বলা যায় নির্বাচন নিয়ে কামড়া কামড়ি শুরু হয়েছে।বিএনপি এনসিপি জামাতের মধ্যে তীব্র লড়াই বাঁধবে এখন।

২০২৬ সালের ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।

কোনো ষড়যন্ত্র যাতে এটা ব্যাহত করতে না পারে সেদিকে সকলকে লক্ষ্য রাখারও আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১২ আগস্ট) আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিনে নয়াপল্টনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।

জাহিদ হোসেন বলেন, জুলাইয়ের আগে আমাদের ৩১ দফা কর্মসূচি ছিল। এই কর্মসূচির আলোকে বিএনপি আগামীর নির্বাচনে অংশ নেবে। ২৬-এর ফ্রেব্রুয়ারির আগেই নির্বাচন হতে হবে।

দেশের মানুষকে নিয়ে ভোটযুদ্ধ হবে। তা যেন কেউ বানচাল করতে না পারে।

এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে দেশে জাতীয় নির্বাচন হবে না।

মঙ্গলবার নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘ঘোষণা দিচ্ছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি নির্বাচন হয়; আমার যে ভাইয়েরা সংস্কার এবং একটি নতুন সংবিধানের জন্য শহীদ হয়েছিলেন, রক্ত দিয়েছিলেন। তাহলে তাদের কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে।’

বলেন, বঙ্গভবনের পতন ছাত্রশক্তির হাত ধরেই হবে। বাংলাদেশে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কোনো জায়গা নাই।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে বিচার করতে হবে। এরপরই আপনার মুখে নির্বাচনের তারিখ শোভা পাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *