ঢাকা: বেলুনের বাতাস বেরিয়ে গেলো। নির্বাচনী প্রতীক শাপলা কলিতে-ই রাজি হয়ে গেছে টোকাই এনসিপি!

দ্রুত পূর্ণাঙ্গ রাজনৈতিক দল গঠন করে জুলাই আগষ্টের অগণিত হত্যা,লুটপাট,রাষ্ট্রীয় সম্পদ পোড়ানোর শাস্তি থেকে বাঁচার চেষ্টা! এটা জুলাই সনদ প্রো-ম্যাক্স।

প্রতীক হিসেবে ‘শাপলা’র জন্য আর অনড় নয় এনসিপি। আজ, রবিবার বিকালে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা শাপলা কলি নিয়ে কিছু ইতিবাচক সাড়া পেয়েছি। দেশবাসীর মধ্যেও আমরা শাপলা কলি প্রতীক নিয়েও ইতিবাচক সাড়া পেয়েছি। এটা আগে শাপলা ছিলো। এখন শাপলার চেয়েও আরও একধাপ এগিয়ে এলো। অর্থাৎ শাপলাও আছে, কলিও আছে।

তিনি বলেন, আমরা যতটুকু চিন্তা করি নির্বাচন কমিশন তার একধাপ বেড়ে চিন্তা করে। তারা শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে তো আমরা এটা ইতিবাচকভাবেই নিয়েছি।

এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি দ্রুত গতিতে এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে, যাতে দ্রুত আমরা মাঠে প্রতীক নিয়ে যেতে পারি”।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *