ঢাকা: টোকাই এনসিপি জোর করে নিজেদের ফোকাসে আনতে চায়। সেনাবাহিনীর ট্যাংকে আশ্রয় দিলে সেনাবাহিনী দেশপ্রেমিক!
আর কার্যালয় ঘেরাও করে মব সন্ত্রাসে বাধা দিলে সেনাবাহিনী তখন আওয়ামী লীগ। টোকাই জঙ্গীরা এমনই গিরগিটি।
ভিপি নুরের দল যে জাতীয় পার্টির অফিসে হামলা করলো সেট অন্যায়। জাতীয় পার্টি পছন্দ না করলে ভোট দেবেন না, কিন্তু গণতান্ত্রিক দেশে হামলা চালিয়ে অতিরিক্ত গণতন্ত্র ফলাতে যাওয়ার মানে কী?
একদম ব্যাকরণসম্মত ফ্যাসিস্ট আচরণ এদের। দেখে মনে হচ্ছে যে এরা হচ্ছে হিটলারের এসএস বাহিনী, রাজনৈতিক প্রতিপক্ষের অফিসে গিয়ে হামলা করবে!
এদিকে হাসনাত আব্দুল্লাহর তো পাগলপ্রায় অবস্থা। হয়তো নিজেদের ভবিষ্যতের কথা ভেবেই। টোকাই হাসনাত চোখ বড় করে ভাষণ দিতে পারেন কিন্তু গোপালগঞ্জ থেকে পালাতে হয় সেনার ট্যাংকে ঢুকে।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর জাতীয় পার্টির সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণ অঞ্চলের মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘নুরুল হক নুরের রক্ত বৃথা যেতে দেব না’।
ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে, যে পরিকল্পনা আমি ১১ মার্চ প্রকাশ করি। সেই প্ল্যান ভেস্তে গেলেও তারা থামেনি।
এখন আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য জাতীয় পার্টিকে বেছে নেওয়া হয়েছে ভারতের প্রত্যক্ষ মদদে। এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই।
যদি আমরা নূর ভাইয়ের ওপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ করতে না পারি, জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত করতে না পারি, তাহলে বাংলাদেশটাই আবার রক্তাক্ত হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না। ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দেব না।’