ঢাকা: একবার বলে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কোন নির্বাচন চলবে না।আরেকবার বলে, সংস্কারবিহীন নির্বাচনে যাবে না এনসিপি।

তারপর বলে, নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াকে সমর্থন করে না এনসিপি। এরপর বলে, শেখ হাসিনা, কামাল, আরাফাত ,পলক এদের দৃশ্যমান বিচারের পরে নির্বাচন চায় এনসিপি।

এখন বলে জুলাই সনদেই নাকি স্বাক্ষর করবে না টোকাই দল।‌শাপলা নিয়েও তাদের হাজার ঝামেলা।

একটার পর একটা বাহানা লাগিয়ে রেখে নির্বাচন ঠেকাতে চায় টোকাই এনসিপি।

আর নির্বাচন চায় না জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী চিন্তা করছে নির্বাচন ছাড়াই যেহেতু আমরা ক্ষমতার সবকিছু ভোগ করতে পারছি, দেশ চালাতে পারছি প্রকাশ্যে- অপ্রকাশ্যে থেকে সেটাইতো আমাদের জন্য উত্তম।

এরপরেও যদি কোন কারণে নির্বাচনে যেতেই হয় তখনতো সামরিক-বেসামরিক প্রশাসনযন্ত্র ব্যবহার করে তাদের পক্ষে ভোটের ফলাফল আনা কঠিন হবেনা।

আর ইউনূস তো ক্ষমতায় আমরণ থাকতে চান। মাঝখান থেকে তামাশা দেখছেন, তামাশা করাচ্ছেন।

তবে ইউনূস খাম্বা তারেক , এনসিপির শাপলা প্রতীকসহ যত নাটকই মঞ্চস্থ করেন না কেন সফল হতে পারবেন না।

রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত মুক্তিযুদ্ধবিরোধী ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষর হতে যাচ্ছে আজ শুক্রবার।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকাল চারটায় এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এতদিন সংলাপে অংশ নেওয়া ৩৩টি রাজনৈতিক দল-জোটকে আজকের এই স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানিয়েছে কমিশন।

ঐকমত্য কমিশনের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিত্সাধীন বেগম খালেদা জিয়ার কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

তবে, সব দলের আজকের অনুষ্ঠানে যোগ দেওয়া এবং সনদে স্বাক্ষর করা নিয়ে এখনও সংশয় আছে।

জানা গেলো, কোনো দল আজ সনদে স্বাক্ষর না করলেও পরবর্তীতে স্বাক্ষর করতে পারবে। সেই সুযোগও নাকি দেয়া হবে।

এনসিপি সংবাদ সম্মেলন ডেকে বলেছে, আইনি ভিত্তি ছাড়া এনসিপি স্বাক্ষর অনুষ্ঠানে যাবে না, সনদে স্বাক্ষরও করবে না।

আর জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, দলটি আজকের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে, তবে সনদে স্বাক্ষর করা না করার বিষয়ে গতকাল পর্যন্ত দলীয় সিদ্ধান্ত হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *