ঢাকা: টোকাই জঙ্গী দল এনসিপির তো জুলাই ঘোষণাপত্রকে স্বাগতম জানানো কোনো অস্বাভাবিক কিছু না।

এরাই তো জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানাবে। যারা উপরে উপরে একটু হ্যাঁ, না করছে তারাও মনে মনে খুশ।

২০২৫ সালের তথাকথিত ‘জুলাই ঘোষণাপত্র’কে সংবিধানে অন্তর্ভুক্ত করার অপচেষ্টা একটি সরাসরি সাংবিধানিক ধৃষ্টতা এবং জাতির ইতিহাস বিকৃত করার সুস্পষ্ট প্রয়াস।

এই ঘোষণাপত্রকে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র হিসেবে প্রতিষ্ঠা করার চক্রান্ত সংবিধান, সুপ্রিম কোর্টের রায় এবং মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস,সব কিছুর সাথেই সরাসরি বিরোধপূর্ণ।

আর এটাই তো চায় কিংস পার্টি।

মুহাম্মদ ইউনূস ঘোষিত জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ঘোষণাপত্র পাঠ শেষে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই ঘোষণাপত্র হয়েছে এটাকে স্বাগত জানাই। ভালোভাবে পড়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। এটা যে হয়েছে সেটাকে অভিনন্দন।’

এদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

১৯৭১ সালের বাইরের কোনো ঘোষণাপত্রকে সংবিধানে ঢোকানোর চিন্তা করাটাই হচ্ছে সংবিধান লঙ্ঘনের সমান‌ যা করার জন্যই জুলাই ষড়যন্ত্র।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *