ঢাকা: টোকাই এনসিপি শাপলার জন্য মরিয়া হয়ে উঠেছে। এরা দাঙ্গা করে হলেও শাপলা নেবেই, এমন ভাবভঙ্গি তাদের দেখা যাচ্ছে।
নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয়। কিন্তু এনসিপি শাপলা প্রতীক পাওয়ার বিষয়ে অনড়। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ২২ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, শাপলার দাবি তারা ছাড়বেন না।
হুঁশিয়ার করে বলেন, ‘যদি এ প্রতীক দেওয়া না হয়, সেটা কীভাবে নিতে হয়, তা আমরা জানি।’
মূলত নির্বাচন ঠেকানোর জন্য কিংস পার্টি উঠেপড়ে লেগেছে।
নির্বাচন কমিশনের (ইসি) সংরক্ষিত তালিকা থেকে কোনো প্রতীক না নেওয়ার কথা জানিয়ে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
উল্টো তালিকায় ‘শাপলা’ প্রতীক যুক্ত করতে নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের দাবি জানিয়েছে দলটি।
মঙ্গলবার এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন (ইসি) সচিবকে ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছে।
উল্লেখযোগ্য যে, কোনো দলকে শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার বিষয়ে ইসি সিদ্ধান্ত নিয়েছে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা গণমাধ্যমকে বলেন, ‘আমরা ইসির চিঠিতে যে প্রতীক দিয়েছে তা না করে দিয়েছি। আমাদের প্রতীক হবে শাপলা। এ বিষয়ে প্রতীক তালিকা সংশোধন করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। শাপলা প্রতীক অন্তর্ভুক্ত হলে নমুনা থেকে বাছাই করা হবে।’