ঢাকা: রাজনীতি মানেই মিথ্যার আশ্রয়। তাই বলে এইভাবে? এই উপদেষ্টাদের মতো? যারা দিনেদুপুরে ডাকাতি করছে?
বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, এটা একটা নবজাতকও বলবে না। অথচ উপদেষ্টারা সমানে বলে চলেছেন।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা। শুরুতে সমস্যা থাকলেও এখন ভালো অবস্থা। পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে। সামনে নির্বাচন হবে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মিথ্যা বাণীগুলো আওড়ান।
তিনি বলেন, অধ্যাপক ইউনূস বলেছেন সামনের নির্বাচন হবে একটি আদর্শ নির্বাচন। সেই নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে।
নির্বাচনে পরাজিত ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। ভালো একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে আমাদের যেতে হবে।
