ঢাকা: শেখ হাসিনা সরকার উৎখাত হওয়ার পর গোটা দেশে নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ। এবং শুধু উৎখাত নয়, উৎখাতের মূল উদ্দেশ্যও একদম পরিষ্কার জঙ্গীদের কর্মকাণ্ডে।

অন্তর্বর্তী সরকারের আমলে দেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাশের খবর আসছে।

দেশের শান্তি উধাও হয়েছে। এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারেনি ইউনূস সরকার। এর মধ্যেই বাংলাদেশ সরকারের উপরে চাপ বাড়াল দুনিয়ার ৬ মানবাধিকার সংগঠন।

গুম-খুনের বিচার নিশ্চিত করার পাশাপাশি আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

ওই ৬ মানবাধিকার সংস্থা হল—সিভিকাস, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে), ফর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ), রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট।

গত রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে লেখা খোলা চিঠিটি এইচআরডব্লিউ-র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

তবে ডাস্টবিন শফিক চাপের কথা ভুলেও স্বীকার করবেন না। তিনি চাপের কথা স্বীকার করলেই মুশকিল।

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন কমিশন বারবার বলেছে—আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। এ বিষয়ে সরকারের ওপর কোনো চাপ নেই।

চরম মিথ্যা বলেন তিনি। কথায় কথায় মিথ্যা বলেন।

বলেন, দেশি-বিদেশি কেউ বলছে না তাদের নির্বাচনি প্রক্রিয়ায় ফিরিয়ে নিতে হবে। বরং তারা অবাক হচ্ছে—জুলাই আন্দোলনে এত বড় হত্যাযজ্ঞের পরও কেন তারা অনুতপ্ত নয়।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালি এলাকায় নবগঙ্গা পার্কে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে সব দলই এক আছে। সবাই একই কাতারে রয়েছে। এবারের ভোটে জনগণ উৎসাহের সঙ্গে অংশ নেবে, কারণ অতীতে তারা ভোট দিতে পারেনি।

বলেন, গত ১৫ বছরে দেশে প্রায় ১০ থেকে ১৫ হাজার নির্বাচন অনুষ্ঠিত হলেও সেগুলোর অধিকাংশই ছিল অনিয়মে ভরা। প্রত্যেকটি নির্বাচনে চুরি হয়েছে। তখনকার এমপিরা ঘুস খেতেন, ঠিকাদারি নিতেন। কে প্রার্থী হবে, কোথায় বসানো হবে—সব কিছু টাকার বিনিময়ে বিক্রি হয়ে যেত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *