ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা।
তাঁর রক্তাক্ত একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।
হাদির বাম কানের নিচে গুলি লেগেছে বলে জানা গেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে।
বর্তমানে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান , হাদির অবস্থা আশঙ্কাজনক।
