ঢাকা: বিশ্বাসঘাতক পাকিস্তান দেশের ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছিল, ২ লক্ষ মেয়েকে ধর্ষণ করেছিল, সেই পাকিস্তান আজ বাংলাদেশের বন্ধু।
৫ আগস্টের পর থেকে তাদের রাস্তা একেবারে খুলে গিয়েছে। এখন জঙ্গী সাপ্লাই তো বটেই, বাংলাদেশের উর্বর জমিতে জঙ্গীর চাষ করাটা খুব সহজ হয়ে পড়েছে। ইউনূস দেশটাকে একেবারে ধ্বংসের মুখে টেনে নিয়ে গেছেন।
শহীদদের রক্ত, এত নারীর সম্ভ্রম ও মুক্তিযুদ্ধের ইতিহাস, রক্ত কি এত সহজে মীমাংসা হবে? পাকিস্তান কি কখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে? নির্লজ্জ একটা দেশ যে বারবার ভারতের হাতে মুচড়ে গিয়ে এখন ফের কৌশল অবলম্বন করছে বাংলাদেশের কাঁধে বন্দুক রেখে।
বরং পাকিস্তান ঝোঁপ বুঝে কোপ বসাচ্ছে বাংলাদেশের ঘাড়ে। একাত্তরের পরাজিত শক্তি এই পরিস্থিতির দিকেই তাকিয়ে ছিলো।
পাকিস্তান পৃথিবীর ইতিহাসের নারকীয়তম গণহত্যার জন্য নূন্যতম লজ্জিত বা অনুতপ্ত নয়।
জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ২৪ আগস্ট ২০২৫ রবিবার এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশ—পাকিস্তান কূটনীতিক সম্পর্ক স্বাভাবিককরণে ১৯৭১ সালে বাংলাদেশের জনগণের উপর পাকিস্তান সরকার ও সামরিক বাহিনী দ্বারা সংঘঠিত গণহত্যার দায় স্বীকার করে পাকিস্তান রাষ্ট্রের আনুষ্ঠানিক ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিপরীতে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর বাংলাদেশের ‘দিল পরিষ্কার’ করার বক্তব্য দান ঔদ্ধত্যপূর্ণ এবং বাংলাদেশের জন্য চরম অপমানজনক।
জাসদ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীর ‘দিল পরিষ্কার’ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ঘৃণাভরে পাকিস্তানের এ বক্তব্য প্রত্যাখান করেছে।
জাসদের বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানের উচিত ১৯৭১ সালে বাংলাদেশের জনগণের উপর পাকিস্তান সরকার ও সেনাবাহিনী দ্বারা সংঘঠিত ইতিহাসের বর্বরতম গণহত্যার সকল দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাওয়া।
জাসদের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের পর বাংলাদেশ ঘিরে পাকিস্তানের তৎপরতা ও কথাবার্তার মধ্য দিয়ে পাকিস্তান এমন একটি ভাব প্রকাশ করছে যে, তারা সাবেক পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার করে ফেলেছে।
জাসদের বিবৃতিতে বাংলাদেশকে ঘিরে পাকিস্তানের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও অশুভ তৎপরতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে সজাগ থাকার আহবান জানানো হয়েছে।
জাসদের বিবৃতিতে বলা হয়, পাকিস্তান বাংলাদেশকে তাদের সহজাত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী রাজনীতির একটি যুদ্ধ ক্ষেত্র বানাতে মরিয়া হয়ে উঠেছে।
জাসদের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের ভুলে যাওয়া উচিত নয় যে, পাকিস্তানকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ জনযুদ্ধে পরাজিত করেই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এবং গৌরবের সাথে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।