নারায়ণগঞ্জ: সংস্কারের নামে বাংলাদেশে চলছে র্যাব -পুলিশের বেআইনী আগ্রাসন। মুহাম্মদ ইউনূস সরকারের নির্দেশে বিভিন্ন জেলায় মিথ্যা মামলায় অন্যায়ভাবে আটক করা হচ্ছে । সংস্কারের নামে চলছে গণ গ্রেপ্তার।
এবার এই তালিকায় যুক্ত হলো সাবেক মেয়র আইভির নাম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে এদিন শুক্রবার সকাল পৌনে ছয়টা নাগাদ তাঁকে
গ্রেপ্তার করে পুলিশ। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আ.লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভীকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
আইভীর সমর্থকেরা বাড়িটির সামনে অবস্থান নেন এবং দুটি সড়কের ১০-১৫টি পয়েন্টে বাঁশ দিয়ে অবরোধ করেন। এদিকে, রাতে আইভীকে গ্রেপ্তারে পুলিশের অভিযানের খবরে সড়কে নেমে আসেন স্থানীয় কয়েক হাজার এলাকাবাসী, সবাই তাঁর সমর্থক। তারা রাতভর বাড়িতে এই অভিযানের প্রতিবাদ জানান। সমর্থকরা আইভির মুক্তির দাবিতে মিছিলও করেন।সমর্থকরা কান্না, প্রতিবাদ করতে থাকেন।তারা বলেন, রাজনীতি বুঝি না, সৎ মানুষকে হারাতে চাই না।
নাসিকের টানা তিনবারের নির্বাচিত মেয়র আইভী জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। এবং জনগণের ভালোবাসা অর্জন করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, আইভী জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় একাধিক থানায় দায়ের করা অন্তত পাঁচটি মামলার আসামি।এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানান তিনি। তবে এইসব ভুয়া। ভুয়া মামলা দিয়ে এক একজনের জীবন তছনছ করে ফেলা হচ্ছে।
আইভি বলেন, ‘জয় বাংলা’ বলা অপরাধ হলে, আমি সেই অপরাধে অপরাধী হতে চাই।
অবৈধ সরকারের নির্দেশে বিভিন্ন জেলায় মামলা ছাড়া ও মিথ্যা মামলায় অন্যায়ভাবে আটক হয়েছেন- বাগেরহাট ৪ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, আছেন মানিকগঞ্জের সিংগাইরের আওয়ামী লীগ নেতা তালেবপুর ইউনিয়নের চেয়ারম্যান রমজান আলী। এমন আরো বহু।