ঢাকা: লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রুদ্ধদ্বার বৈঠক শেষ হয়েছে।
বাংলাদেশ সময় শুক্রবার (১৩ জুন) বেলা পৌনে ৪টার দিকে বৈঠক শেষ করে পার্ক লেনের হোটেল থেকে তারেক রহমানকে হাসিমুখে বের হতে দেখা গেছে।
এইদিন দুপুর ২ টার দিকে এই বৈঠক শুরু হয়েছিল।
জানা যাচ্ছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এদিন ইউনূস এবং তারেকের যেসব ছবি সামনে এসেছে তাতে মুহাম্মদ ইউনূসের বডি ল্যাঙ্গুয়েজ মোটেও স্বাভাবিক ছিলো না।
তারেক রহমানের হাতের উপর হাত রাখার যে স্টাইল ইউনূসের দেখা গেছে, তাতে স্পষ্ট মনে হচ্ছে, কথা রাখা বা এমনই কিছু চাইছেন তারেকের কাছে।
তারেক রহমান যাতে ইউনূসের কথা রক্ষা করেন, তেমন ইনোসেন্ট ভঙ্গিমা ছিলো ইউনূসের।
এই বৈঠক কি আসলে তারেক- ইউনূসের বৈঠক নাকি গোপন ষড়যন্ত্র?
গত ১০ মাসে যে দেশে সাংবিধানিক শৃঙ্খলা ভেঙে পড়েছে তার দায় কি শুধু ইউনূসের? শরিক নন তারেক?
আজ শুক্রবার স্থানীয় সময় সকালের দিকে তারেক রহমান ডরচেস্টার হোটেলে আসেন। তাঁকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
এবং হোটেল কক্ষের বাইরে এসে তারেক রহমানকে স্বাগত জানান মুহাম্মদ ইউনূস। তাঁদের দুজনের মধ্যে কুশল বিনিময় হয়।
তারেক রহমান প্রধান উপদেষ্টার শরীর সম্বন্ধে খোঁজ নেন।
তারেক এবং ইউনূস দুজনকেই হাসিমুখে দেখা যায়। তবে মুহাম্মদ ইউনূস বেশ খানিকটা নার্ভাস ছিলেন।
বসার আগে দেখা যায় তিনি ভুলে যান তারেক রহমানের সাথে হাত মেলাতে। অনেকটাই জড়োসড়ো ছিলেন তিনি।
শুরুতেই তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুকে প্রধান উপদেষ্টার সঙ্গে পরিচয় করিয়ে দিতে গেলে প্রধান উপদেষ্টা তাঁকে উদ্দেশ করে বলেন, ‘আমীর খসরু,…তুমিও চলে আসছ!’
এসময় তারেক রহমান প্রধান উপদেষ্টাকে বলেন, ‘খসরু সাহেবের সঙ্গে আপনার পরিচয় আছে?’ উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, ‘অবশ্যই আছে।’
ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে কুশল বিনিময় কেমন ছিল?
ড. ইউনূস: খুব ভালো লাগছে।
তারেক রহমান: আমারও ভীষণ ভালো লাগছে। আই ফিল অনার্ড!
ড. ইউনূস: আসেন। চলুন বসি।
তারেক রহমান: আপনার শরীর কেমন? ভালো আছেন?
ড. ইউনূস: এই যাচ্ছে। টেনে টেনে যাচ্ছে।
তারেক রহমান: আম্মা সালাম জানিয়েছেন আপনাকে।
ড. ইউনূস: উনি অসাধারণ মানুষ। ওয়ালাইকুম আসসালাম।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও হোটেলে উপস্থিত ছিলেন।