ঢাকা: অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের অপসারণের দাবিতে বিক্ষোভ চলছে।
এই অপসারণসহ আরো কয়েকটি দাবিতে সচিবালয়ের ভেতর বিক্ষোভ করেছেন একদল কর্মচারী।
মূলত কর্মচারীদের দাবীর দিকে তো আর খেয়াল রাখে না এই ইন্টেরিম। কেবল যৌক্তিক প্রতিবাদে বরখাস্ত করে।
তবে এইবার জোরালোভাবে কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে বাধা সৃষ্টির অভিযোগে অর্থ বিভাগ-এর সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারসহ একই বিভাগের কয়েকজন কর্মকর্তার অপসারণের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে কর্মরত কিছুসংখ্যক কর্মচারী মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে অবস্থান নেন। স্লোগান দেন তারা।
‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ’-এর অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে- নভেম্বরের মধ্যে নতুন বেতন কমিশন বাস্তবায়ন এবং ১০তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের পদের নাম পরিবর্তন ইত্যাদি।